মুন্সীগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাড ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মিরকাদিম গ্রীন ওয়েলফেয়ার সেন্টার মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুননেসা ইন্দিরা। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিছ উজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও মিরকাদিম পৌর মেয়র শহীদুল ইসলাম শাহীন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সংরক্ষিত আসনের এমপি নার্গিস রহমান, স্থানীয় সরকার উপ-পরিচালক (ডিডিএলজি) এসএম শফিক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক দীপক কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মো. নাজমুস শোয়েব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহীন মোহাম্মদ আমান উল্লাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু প্রমূখ।

ফাইনাল খেলায় বালিকা গ্রুপে মুন্সীগঞ্জ পৌরসভা গজারিয়া উপজেলাকে ট্রাইব্রেকারে ৩-০ গোলে পরাজিত করে। অপরদিকে বালক গ্রুপে সদর উপজেলা মুন্সীগঞ্জ পৌরসভাকে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে।

ফাইনাল খেলায় সুজন বড়ুয়া, আওলাদ হোসেন, মিজানুর রহমান, নজরুল ইসলাম, ও স্বপন কুমার দাশ রেফারির দায়িত্ব পালন করেন। খেলা শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এবিএন

Leave a Reply