সিরাজদিখানে তিন শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোর রাতে ভাষানচর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাষানচর সেতুর নিচ থেকে তিন শতাধিক টেঁটা ও তিনটি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। অপরাধ দমনে এই এলাকায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অভিযান চলবে।

বাংলা ট্রিবিউন

Leave a Reply