মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার শ্রীনগর বাজারের মুসলিম মিষ্টান্ন ভাণ্ডারকে ৩০ হাজার, ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার, বেপারী চালের দোকানকে ৩ হাজার ও বাবুল এন্টারপ্রাইজকে এক হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। এই অভিযানে ওই ৪ ব্যবসা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের সর্বমোট ৫৪ হাজার টাকা নগদ জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার আইন অনুযায়ী অপরিষ্কার-অপরিচ্ছন্ন, নোংরা পরিবেশ এবং নিদিষ্ট পণ্য ভিন্ন উপায়ে প্যাকেটজাত করার অপরাধে তাদের এই জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- র্যাব-১১ মুন্সীগঞ্জ কমান্ডার (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমান, পাট উন্নয়ন অফিসার (কেবিডি) মো. ওসমান আলী শেখ, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা, ভূমি অফিসের পেশকার সাইদুর রহমান, প্রমুখ।
দৈনিক অধিকার
Leave a Reply