টঙ্গীবাড়ীতে মাকে উত্যক্তের প্রতিবাদ করায় ছেলেকে মারধর

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় মাকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ছেলেকে পিটিয়ে জখম করেছে উত্যক্তকারীরা। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে উপজেলার রাউৎভোগ গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার হাসাইল গ্রামের আফজাল মেলকারের ছেলে সুমন মেলকার তার মাকে নিয়ে টঙ্গীবাড়ী বাজার থেকে অটোবাইকে করে নিজ গ্রাম হাসাইলে যাচ্ছিলেন। পরে রাউৎভোগ গ্রামের বখাটে মালেক শেখ অটোবাইকে উঠেন। এ সময় সুমন মেলকারের মা ও আরও দুই নারীযাত্রীর সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি করে কথা বলায় প্রতিবাদ করেন ছেলে সুমন মেলকার।

পরে এই ঘটনার জের ধরে মালেক শেখ রাউৎভোগ গ্রামে তার নিজ বাড়ির সামনে নেমে যান এবং বাড়ি থেকে আরও ৫ জনকে ডেকে এনে সুমনকে পিটিয়ে ও পাশের পুকুরে চুবিয়ে গুরুতর আহত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সুমন মেলকার জানায়, আমি আমার মাকে ঢাকা থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলাম। যাওয়ার পথে মালেক শেখ আমার মাসহ নারীযাত্রীদের শরীরে হাত দিচ্ছিল এবং বিভিন্ন বাজে কথা বলেছিল। আমি প্রতিবাদ করায় তারা আমাকে মারধর করে এবং আমার মায়ের গলার একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ ঘটনায় আমি টঙ্গীবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছি।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ওসি তদন্ত গোলাম রসুল জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক অধিকার

Leave a Reply