মুন্সীগঞ্জ জেলা মৎস্য অফিসে জনবল সংকট এবং অভিযান পরিচালনার জন্য অপ্রতুল বরাদ্দের কারণে মা ইলিশ নিধনের বিরুদ্ধে পর্যাপ্ত অভিযান চালানো যাচ্ছে না বলে দাবি করেছেন জেলা মৎস্য অফিসের কর্মকর্তারা। আবার প্রজনন মৌসুমে অন্য সময়ের তুলনায় অনেক বেশি মাছ পাওয়া যায় বলে শত বাধা পেরিয়েও জেলেরা মাছ শিকারে মরিয়া। এ সময় পেশাদার জেলেদের পাশাপাশি মৌসুমি জেলের সংখ্যাও অনেক বাড়ে। এই বিপুল সংখ্যক জেলেকে কম বরাদ্দের কারণে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না বলে জানান মৎস্য অফিসের কর্মকর্তারা।
মুন্সীগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ ইলিশ প্রজনন অঞ্চল হিসেবে পরিচিত লৌহজং উপজেলা। এই উপজেলায় অভিযানের জন্য বরাদ্দ এসেছে ৫০ হাজার টাকা। মৎস্য কর্মকর্তাদের দাবি, একটি সফল অভিযান পরিচালনার জন্য ১০-১২ হাজার টাকার প্রয়োজন পড়ে। এছাড়া ইলিশ প্রজনন মৌসুম শুরুর আগে প্রচার-প্রচারণা ও সচেতনামূলক কার্যক্রমেও দেওয়া হয় না বরাদ্দ।
ইলিশের প্রধান প্রজনন সময় ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর। এই ২২ দিন সারা দেশে ইলিশ শিকার, আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, বেচা-কেনা ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রতিবছরের মতো এবারও ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নিয়েছে।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, অভিযান পরিচালনার জন্য মুন্সীগঞ্জ মৎস্য অফিস, সদর উপজেলা মৎস্য অফিস ও লৌহজং উপজেলা মৎস্য অফিসের প্রতিটিতে ৫০ হাজার টাকা, গজারিয়া উপজেলা মৎস্য অফিসের জন্য ৪০ হাজার টাকা, টংগিবাড়ী উপজেলা মৎস্য অফিসের জন্য ৩৫ হাজার টাকা, শ্রীনগর উপজেলা মৎস্য অফিসের জন্য ৩০ হাজার টাকা, সিরাজদিখান উপজেলা মৎস্য অফিসের জন্য ২০ হাজার টাকা এবং জেলা প্রশাসককে ৭০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মোট তিন লাখ ৪৫ হাজার টাকা বরাদ্দ এসেছে। অন্যদিকে, শুধু চাঁদপুর জেলা মৎস্য অফিসের জন্য বরাদ্দ এসেছে চার লাখ টাকা।
মুন্সীগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, ‘অভিযান শুরুর আগে সচেতনতামূলক বিভিন্ন সভা, পোস্টার ও ব্যানারে খরচ হয়েছে প্রায় ২২ হাজার টাকা। আর অভিযান শুরুর চার দিনে বরাদ্দকৃত টাকা প্রায় শেষ হয়ে গেছে। এরপরও অভিযান চালিয়ে যেতে হবে।’
লৌহজংয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইদ্রিস তালুকদার বলেন, ‘যে বরাদ্দ এসেছে তা প্রচার-প্রচারণায় শেষ হয়ে গেছে। চার দিন যাবৎ অভিযান পরিচালনা করে বরাদ্দের টাকা শেষ।’
গজারিয়া মৎস্য কর্মকর্তা শেখ আসলাম হোসেন বলেন, ‘বরাদ্দ কম ও লোকবল সংকট। তাই অভিযান পরিচালনা করতে আমাদের একটু অসুবিধা হয়। একদিকে অভিযানে বের হলে অনেক সময় খবর আসে অন্য কোথাও ইলিশ ধরা হচ্ছে বা বিক্রি হচ্ছে, তখন সেদিকে যাওয়া সম্ভব হয় না।’
জেলা মৎস্য কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, ‘ভালোভাবে একটি অভিযান পরিচালনা করার জন্য যথেষ্ট বরাদ্দ এবং প্রয়োজনীয় লোকবল দরকার হয়। কিন্তু, আমাদের এখানে যেমন বরাদ্দ কম, তেমনি লোকবলেরও সংকট। অভিযান পরিচালনার জন্য একদিনে ১০-১৫ হাজার টাকা খরচ হতে পারে। ট্রলার ভাড়া, শ্রমিক খরচ, আটককৃত জাল বহন খরচ, কেরোসিন, পাঁচ-ছয়জন শ্রমিকের প্রয়োজন পড়ে। অনেক সময় জাল বহন করে নিয়ে যাওয়ার জন্য পিকআপ ভাড়া করতে হয়। বেশি পরিমাণের জাল বিনষ্ট করার জন্য কেরোসিন বেশি লাগে। যে কারণে খরচের ধরন নির্ভর করে অভিযানের ওপর। বড় ধরনের অভিযানের জন্য ২০-২২ হাজার টাকা পর্যন্ত ব্যয় হয়। ২২ দিনের জন্য যে বরাদ্দ এসেছে তা দিয়ে অভিযান পরিচালনা মোটেও সম্ভব না। কমপক্ষে চারগুণ বেশি বরাদ্দ দেওয়া প্রয়োজন। একটি উপজেলা মৎস্য অফিসকে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হলে ভালোভাবে সফলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করতে পারবে। অন্যদিকে, লোকবলেরও সংকট আছে। ছয় উপজেলা অফিসে পাঁচজন করে ৩০টি পদ আছে। তবে, সেখানে পদ খালি ১১টি। তাছাড়া, কর্মকর্তাদের ছুটি তো আছেই। জেলা মৎস্য অফিসে ১৪টি পদের বিপরীতে কর্মকর্তা আছেন ১০ জন। তাই অভিযান চালাতে সমস্যায় পড়তে হয়।’
মা ইলিশ রক্ষায় গঠিত টাস্কফোর্সের সভাপতি ও জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার জানান, এই বরাদ্দটি পর্যাপ্ত না। বাস্তবতা হচ্ছে, এই বরাদ্দে অভিযান পরিচালিত হয় না। স্থানীয়ভাবে সহযোগিতার মাধ্যমে অভিযানগুলো পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।
তানজিল হাসান
বাংলা ট্রিবিউন
Leave a Reply