নাছির উদ্দিন: সিরাজদিখানে বিভিন্ন বেসরকারী হাসপাতাল পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। বুধবার দুপুরে উপজেলার নিমতলায় বসুমতী জেনারেল হাসপাতাল, তাজপুর কমিউনিটি ক্লিনিক, আইডিয়াল জেনারেল হাসপাতালের প্যাথলজিকাল ল্যাব, এক্স-রে রুম সহ বিভিন্ন বিভাগ ঘুরে পর্যবেক্ষণ করেন। হাসপাতালের রোগী এবং হাসপাতালে কর্মরত স্টাফদের সাথে মতবিনিময় ও স্বাস্থ্য সেবার মান উন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এসময় সাথে ছিলেন মেডিকেল টেকনোজিষ্ট (ইপিআই) মো. আলমগীর হোসেন গাজী। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. বদিউজ্জামান বলেন, হাসপাতাল গুলোতে কিছু কিছু সমস্যা আছে তা দ্রুত সমাধান করে রোগীদের ভাল সেবা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
Leave a Reply