মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ঘোষণার পর থেকে উত্তেজনা বিরাজ করছে। এতে কামারখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগ চেয়ে বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ মিছিল করেছে আ. লীগের একটি অংশ। এর আগে গত সোমবার (২৮ অক্টোবর) টঙ্গীবাড়ী উপজেলা আ. লীগ এবং কামাড়খাড়া ইউনিয়ন আ. লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে ওই ইউনিয়নের ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়।
জানা যায়, বুধবার সকালে পদবঞ্চিতরা কামারখাড়া বাজার এলাকায় ঘোষিত কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। তবে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকদের দাবি আ. লীগের কিছু নেতাকর্মী নিয়ে বিএনপি ও জামাতের এজেন্টরা এই বিক্ষোভ মিছিল করেছে।

পদবঞ্চিত ও বিক্ষোভকারীরা জানান, বিএনপি জামাতের রাজনীতির সঙ্গে জড়িতদের নিয়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে। ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি আজিম কাউসার রাজাকারের সন্তান। এছাড়া ১ নম্বর ওয়ার্ডের সভাপতি মামুন পেয়াদাসহ ৫ থেকে ৬ জন বিএনপির রাজনীতির নেতৃত্বে ছিলেন।
টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন মোল্লা জানান, নব্য আ. লীগ, বিএনপি, জামাত ও রাজাকারের সন্তান নিয়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা যারা রাজনীতি করি তারা এই কমিটি কখনো মেনে নেবে না। তাই ওই ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগ ও উক্ত কমিটি ভেঙে দেওয়ার দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল করে আ. লীগের ত্যাগী নেতাকর্মীরা।
এ বিষয়ে ওই ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান শেখ জানান, উপজেলা আ. লীগ কমিটির নির্দেশে এই কমিটি ঘোষণা করা হয়েছে। তবে বিএনপি জামাতের মদদে আ. লীগের কিছু লোক এই বিক্ষোভ মিছিল করেছে। এর প্রতিবাদে আগামী শুক্রবার আমরা সমাবেশ করব।
এ ব্যাপারে ওই ইউনিয়নের আ. লীগের সভাপতি আমির হোসেন বেপারি জানান, এক সময়ের ছাত্রলীগ, যুবলীগ ও আ. লীগের ত্যাগী নেতাদের পদ দেওয়া হয়েছে। যারা পদবঞ্চিত হয়েছে তারা আ. লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। বিএনপির ও জামাতের লোকজনের উস্কানিতে আ. লীগের গুটিকয়েক নেতাকর্মী এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেন। যারা এই বিক্ষোভ মিছিল করেছে অধিকাংশ বহিরাগত।
দৈনিক অধিকার

Leave a Reply