সিরাজদিখানে এক ওয়ার্ডে একই পরিবারের ৮ জন কাউন্সিলর

নাছির উদ্দিন: সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুচর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ কমিটি কোন প্রকার সন্মেলন বা নির্বাচণ ছাড়াই এক তরফাভাবে সম্পন্ন করা হয়েছে। সদ্য সাবেক সভাপতি জানতেন না কখন কিভাবে কমিটি হয়েছে। এতে স্থান পেয়েছে নতুন সভাপতি পরিবারের ৮ জন কাউন্সিলর বা ভোটর।

বালুচর ইউনিয়নের ২ নং চান্দের চর ওয়ার্ডে কোন প্রকার সন্মেলন বা ভোট গ্রহন ছাড়া গত ২৮ সেপ্টেম্বর ইউনিয়ন সভাপতি ও সম্পাদকের স্বাক্ষিরিত পত্রে একটি নতুন কমিটি ঘোষনা করা হয়। এতে মোঃ রমজান আলীকে সভাপতি করা হয়। কিন্ত সাবেক সভাপতি বহু চেষ্টা করেও নির্বাচনের মাধ্যমে যাতে সম্মেলন হয় সেটা করাতে পারেনি। সদ্য সাবেক সভাপতি মজিবুর রহমানকে না জানিয়ে মোঃ রমজান আলীকে সভাপতি করে কমিটি ঘোষনা করা হয়। পরে বর্তমান সভাপতি রামজান আলী তার মনগড়া ৫১ সদস্য বিশিষ্ট ওই ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি ঘঠন করে। যেখানে ১৯ জনকে কাউন্সিলর বা ভোটার বানানো হয়। যার মধ্যে তার পরিবারের লোক ও স্বজন রয়েছে ৮ জন। সাংগঠনিক সম্পাদকের পদটি গুরুত্বপূর্ণ হলেও এখানে তাকেও কাউন্সিলর করা হয়নি। এছাড়া কাউন্সিলর, ভোটার বা প্রাথমিক সদস্য হতে হলে একটি মূল্য দিয়ে যে ফরম ক্রয় করতে হয়, সেটাও তারা কেউই করেনি। সাবেক সভাপতি মজিবুর রহমান দাবী করেছেন বর্তমান সভাপতি রমজান আলী এক সময় জামাত বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও তাকেই গোপনভাবে সভাপতি ঘোষনা করা হয়।

এলাকায় আওয়ামীলীগের বয়স্ক ত্যাগী নেতাদের ভোটার না রেখে এবং কমিটিতে না রেখে অল্পবয়স্ক ছেলে যারা দলের অন্যান্য সংগঠনে থাকার কথা তাদেরকে কমিটিতে রাখা এবং ভোটার বানানোয় ওই ওয়ার্ডের নেতা কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। একটা অজানা ভয়ে তারা মুখ খোলতে চাননা।

বতর্মান সভাপতি মোঃ রমজান আলী তার পরিবারের সদস্য ও স্বজনদের মাঝে যাদের কাউন্সিলর বানিয়েছেন তারা হলো রমজান আলীর মেয়ের জামাই নূরে আলম রুবেল (২৭) রয়েছেন প্রচার ও প্রকাশনা স¤পাদক পদে, তাঁর ভাই মোঃ হাবীব (৩০) আছেন কার্যকরী সদস্য পদে। চাচাত ভাই মোবারক মিয়া, আঃ সালাম, ওমর আলী, বোন জামাই মোঃ নজরুল ইসলামও রয়েছেন একই পদে। শিক্ষা ও মানব সম্পদ স¤পাদক পদ পেয়েছেন তাঁর ভাতিজা মোঃ মামুন হোসেন (২৬)।

এক দিকে যেমন সভাপতি নির্বাচনে রমজান আলীকে কোন নির্বাচনী বৈতরণী পার করতে হয়নি, তেমনি সভাপতি নির্বাচিত হয়ে তিনিও তার ইচ্ছে মতে কমিটি গঠন করেছেন। যেখানে আত্মীয় ও স্বজনদেরই প্রধান্য দেয়া হয়েছে। দলের ভবিষ্যৎ বা তৃণমূলের নেতা কর্মীদের এখানে কোন মূল্যায়নই করা হয়নি। অনেক নিবেদিত আওয়ামী লীগ নের্তা কর্মী যোগ্যতা থাকা সত্তেও কমিটিতে স্থান না পাওয়ায় ওই ওয়ার্ডের আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি কোন পথে যায় তা নিয়ে শঙ্কায় আছেন দল থেকে কোনঠাসা হয়ে পড়া নেতা কর্মী ও নিবেদিত প্রান আওয়ামীলীগারগণ।

চালুচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেক চান মুন্সী বলেন ২ নং চান্দের চর ওয়ার্ড কমিটি সামজাজিকভাবে বসে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদের সম্পতি নিয়ে করা হয়েছে। রমজান আলী জামাত বিএনপির রাজীতির সাথে জড়িত ছিল কীনা- এমন প্রশ্নের উত্তর তিনি কৌশলে এড়িয়ে যান।

Leave a Reply