বালিগাঁও আ. লীগের পকেট কমিটি গঠনের অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠনে অনিয়মের অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধনে নেতাকর্মীরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে পকেট কমিটি গঠনের অভিযোগ তুলেছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ঘণ্টাব্যাপী উপজেলার বালিগাঁও বাজারে বালিগাঁও আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নান্নু বেপারী ও সাধারণ সম্পাদক আজগর হোসেন চঞ্চল অনৈতিকভাবে ঢাকায় বসে পকেট কমিটি গঠন করেছে। এতে প্রকৃত কর্মীদের বাদ দিয়ে অনুপ্রবেশকারীদের ও আত্মীয়দের দলে ঠাঁই দেওয়া হয়েছে। তৃণমূলকর্মীরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে অতি দ্রুত কমিটি ভেঙে দিয়ে সম্মেলনের মাধমে নতুন কমিটি গঠনের দাবি জানান।

মানববন্ধনে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মিল্টন মোল্লা, এস এম রতন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন টিটু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিপু মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাহবুব আলম টিটু, আওয়ামী লীগ নেতা আলমগীর মোল্লা, সুলতান খান, ইউনিয়নের সাবেক যুবলীগ সাংগঠনিক সম্পাদক শাহ আলম মাল প্রমুখ।

দৈনিক অধিকার

Leave a Reply