মুন্সীগঞ্জে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

মুন্সীগঞ্জে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত শিশুর নাম আয়েশা (১৪ মাস)। সে মুন্সীগঞ্জ জেলার দক্ষিণ কোর্টগাও এলাকার স্বপন নামে এক ব্যক্তির মেয়ে। শনিবার সকাল সাড়ে দশটার সময় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে।

নিহত শিশু আয়েশার বাবা স্বপন জানান, তার মেয়ে আয়েশার বয়স ১৪ মাস। জ্বর ও ঠান্ডার সমস্যা নিয়ে আয়েশাকে নিয়ে তার মা এক মাস আগে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আসে। হাসপাতালের চিকিৎসক ডা. সালাউদ্দিনের কাছে দীর্ঘ এক মাস যাবৎ চিকিৎসা নিয়েও শারীরিক অবস্থার কোন পরিবর্তন হয়নি শিশু আয়েশার।

ঠান্ডাজনিত সমস্যার উন্নতি না হওয়ায় অবশেষে আয়েশাকে নিয়ে শনিবার (৩০ নভেম্বর) সকালে আবারো হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক শিশু আয়েশাকে ভর্তি করার সিদ্ধান্ত দেন। কিন্তু এর মাঝেই আয়েশা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে ডাক্তার ডাকা হলেও তিনি আসতে দেরি করায় শিশু আয়েশা তার মায়ের কোলেই মারা যায়।

এদিকে এ ব্যাপারে ডা. সালাউদ্দিন কোনো কথা বলতে অনীহা প্রকাশ করেন।

হাসপাতালের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সুমন বণিক জানান, ঘটনাস্থলে আমিও ছিলাম। শনিবার সকালে শিশুটিকে নিয়ে আসা হয়। এরপর হঠাৎ করেই শিশুটি অসুস্থ হয়ে যায়। ডা. সালাউদ্দিন শিশুটিকে হাসপাতালে ভর্তি করতে বললেও তার পরিবারের লোকজন ভর্তি করতে চাচ্ছিল না। পরবর্তীতে শিশুটি মারা যায়। এর আগে শনিবার সকালে শিশুটিকে ঢাকায় নেয়ার জন্যও বলা হলেও তারা নেয়নি।

নয়া দিগন্ত

Leave a Reply