মুন্সীগঞ্জ শিল্প পার্কে সিইটিপির ভিত্তি প্রস্তুর স্থাপন করলেন পাপন

জসীম উদ্দীন দেওয়ান: মুন্সীগঞ্জের গজারিয়া শিল্প পার্কে একশ কোটি টাকা ব্যায়ে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার(সিইটিপির) ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য ও বেক্সিম ফার্মাসিউটিক্যালের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। রোববার বিকালে তিনি এই প্রকল্পের ভিত্তি স্থাপনের উদ্বোধন করেন।


দুইশ একর জায়গার ওপরে নির্মিত এই শিল্প নগরীতে মোট ৪২ টি শিল্প প্রতিষ্ঠান থাকবে, যেখানে ওষুধের কাঁচামাল উৎপাদন করা হবে। যা দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানী করা হবে বলে জানান পাপন। আর পরিবেশ রক্ষায় এসব শিল্পের বর্জ্য শোধনাগারের জন্য, আগে থেকেই বৈশ্বিক মানের এই ট্রিটম্যান্ট প্ল্যান তৈরী করা হবে। যে বর্জ্য শোধনাগার থেকে দিনে ২০ লাখ লিটার বর্জ্য শোধন করা যাবে। যা থেকে ২৫ ভাগ এখারকার শিল্প ভয়লার গুলোতে ব্যবহৃত হবে। আর বাকি ৭৫ ভাগ পানি দৈনন্দিন জীবনের কাজে লাগবে বলে জানান, কর্তৃপক্ষ।

Leave a Reply