নিখোঁজের পাঁচ দিন পর অটোচালকের লাশ উদ্ধার, রগ কেটে হত্যা

মো. মান্নামুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর অটোচালক মো. মান্নার(২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(১৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার কাটাখালি গ্রামের একটি পুকুর থেকে হাত-পায়ের রগ কাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মান্না দক্ষিণ ফুলদি গ্রামের মঞ্জু মাদবরের ছেলে। মান্নার বড় ভাই মো. তারিকুল ইসলাম জানান, ‘৮ ডিসেম্বর সন্ধ্যায় যাত্রী সেজে পাশের গ্রামের কয়েকজন যুবক মান্নার অটো ছিনতাই করে। এরপর থেকেই মান্না নিখোঁজ ছিল। ওইদিন গজারিয়া থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করা হয়। এই ঘটনায় অভিযুক্ত একই ইউনিয়নের কয়েকটি গ্রামের হিমু, রাব্বি ও রাসেল পরিবারসহ পলাতক আছে।’

মুন্সীগঞ্জের গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ জানান, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হাত ও পায়ের রগ কাটা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে। কয়েকদিন আগে কে বা কারা হত্যা করে ফেলে রেখে গেছে। তাদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

বাংলা ট্রিবিউন

Leave a Reply