টঙ্গীবাড়ীতে মলম পার্টি হাতিয়ে নিল ৫ লাখ টাকা

টঙ্গীবাড়ী থেকে মলম পার্টি হাতিয়ে নিয়েছে ৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার সুবচনী বাজারের সড়কে এ ঘটনা ঘটে। এ সময় মলম পার্টির খপ্পরে পরেন রাসেল নামে বিকাশের এক বিক্রয় প্রতিনিধি। সে মুন্সীগঞ্জ সদরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার নেকবর হোসেনের ছেলে। শুক্রবার সকালে বিকাশের বিক্রয়ের প্রতিনিধি রাসেল যুগান্তরকে জানান, উপজেলার রান্ধনী বাড়ির একটি দোকান থেকে পানি কিনে পান করেন তিনি। এ সময় তার কাছে অজ্ঞাত এক ব্যক্তি পানি খেতে চায়। সেই লোকটিকে পানি খাবারের জন্য দেই। পরে লোকটি পানির বোতলটি তাকে ফেরত দেয়। পরে আবারও সে পানি খেয়ে মোটরসাইকেলে সুবচনী উদ্দেশে রওনা দেই। কিন্তু প্রায় ২০ মিনিট পর সুবচনী সড়কের মাঝখানে মাথার মধ্যে প্রচণ্ড ব্যথা অনুভব হয়। পরে মোটরসাইকেল থামিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। তারপরে আর কিছু মনে নেই আমার। আমার সঙ্গে বিকাশ বিক্রয়ের নগদ পাঁচ লাখ ‘টাকা ছিল। মলম পার্টির চক্রটি কৌশলে বিকাশ বিক্রয়ের সব টাকা হাতিয়ে নিয়েছে।

যুগান্তর

Leave a Reply