সিরাজদিখানে সওজের জায়গায় অবৈধ স্থাপনা: উচ্ছেদে নেই উদ্যোগ

সিরাজদিখান উপজেলায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল নিয়ে অবৈধ স্থাপনা তৈরি করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে কিছু ব্যক্তি। বিষয়টি অবগত থাকলেও অবৈধ দখল উচ্ছেদের কোনো আগ্রহ নেই কর্তৃপক্ষের। সিরাজদিখানের ইছাপুরা সরকারি হাসপাতাল রোড, সিরাজদিখান বাজার, কেয়াইন ইউনিয়নের নিমতলাসহ বিভিন্ন বাজার এলাকায় সড়ক ও জনপথের জায়গা দখলে নিয়ে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। এ নিয়ে যুগান্তরসহ বিভিন্ন সংবাদমাধ্যমে একাধিকবার প্রতিবেদন প্রকাশ হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ফটকের বিপরীতে ও সামনের সীমান প্রাচীর ঘেঁষে মহাসড়কের জায়গায় রয়েছে অন্তত ২১টি দোকান। বিগত সময়ে ইউনিয়ন পরিষদ ও হাসপাতাল কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন উচ্ছেদের ব্যাপারে অনেক চিঠি চালাচালি করার পরও বহালতবিয়তে থেকে যায় স্থাপনাগুলো। ইছাপুরা চৌরাস্তা, সিরাজদিখান, ইমামগঞ্জ বাজারে পাকা এবং আধাপাকা একাধিক স্থাপনা ওয়ান ইলেভেনের সময় ভাঙার জন্য লাল দাগ দিয়ে চিহ্নিত করা হলেও সিরাজদিখান ইছাপুরা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সামনে অদৃশ্য কারণে রক্ষা পেয়ে যায় কয়েকটি দোকান। এসব স্থাপনা বড় অঙ্কের টাকার বিনিময়ে ক্রয়-বিক্রয়ও হয়েছে বিগত সময়ে।

এ ছাড়া তালতলা মালখানগর, কুসুমপুর, সিরাজদিখান বাজার নিউমার্কেট, শুলপুর সাববাড়ি, রাজানগর বাজার, সৈয়দপুরবাজার, শেখরনগর বাজার, খারশুর বাজার সিরাজদিখান বাজার থানা রোডসহ বিভিন্ন এলাকায় সড়ক ও জনপথের জায়গা দখলে রয়েছে। ইছাপুরা স্থানীয় লোকজন বলেন, সড়ক ও জনপথের জায়গায় অবৈধ স্থাপনাগুলোর জন্য হাসপাতালের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। ইছাপুরা গ্রামের সমাজকর্মী আবদুল করিম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সামনে বিভিন্ন সেবার তথ্য প্রচারের জন্য অনেক দিন আগে একটি ডিজিটাল বোর্ড টানিয়েছি, কিন্তু অবৈধ স্থাপনাগুলোর কারণে সাধারণ জনগণের কাছে তা দৃশ্যমান হচ্ছে না।

সড়ক ও জনপথ মুন্সীগঞ্জ নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, আমি নতুন এসেছি, বিষয়টি জানা ছিল না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার আশফিকুননাহার বলেন, ওইসব জায়গা উদ্ধারে সড়ক ও জনপদ বিভাগের কোনো উদ্যোগ নেই, শিগগির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

যুগান্তর

Leave a Reply