নাছির উদ্দিন: মুন্সীগঞ্জের সিরাজদিখানের পূর্ব শিয়ালদী আদর্শ ক্লাব ও লাইব্রেরীর উদ্যেগে ১৮০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ২০০ জন দরীদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া ৮ জন শিক্ষার্থীকে পিএসসিতে জিপিএ ৫ পাওয়ায় সম্মাননা ও অতিথিদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। গতকাল শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের পুর্ব শিয়ালদী আদর্শ ক্লাব ও লাইব্রেরীর আঙ্গিনায় এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ ও কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। সংগঠনের সভাপতি মো. বাবুল মৃধার সভাপতিত্বে আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বালুচর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবু বকর সিদ্দিক, ইছাপুরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. সুমন মিয়া, সাধারণ সম্পাদক বাবু চৌধুরী, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মো. মহসিন রেজা, সমাজ সেবক মো. গোলাম মোস্তফা প্রমুখ।
এ সময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল্লাহ হাবিবের সঞ্চালণায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ ডালিম খান।
Leave a Reply