আরিফ হোসেন: শ্রীনগরে সরকারি খাল দখল করে এলজিইডির ঠিকাদার মিজান শেখ মার্কেট নির্মান শুরু করলে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তা বন্ধ করে দেন। মিজান শেখ শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম কাননের আপন ছোট ভাই। মিজান গত কয়েকদিন ধরে উপজেলা সদরের প্রাণকেন্দ্র পুলিশ প্লাজার সামনে শ্রীনগর-শ্যামসিদ্ধ খালের উপর মার্কেট নির্মাণ শুরু করে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানার নজরে এলে তিনি পুলিশ নিয়ে খাল দখল করে অবৈধ মার্কেটের নির্মাণ কাজ বন্ধ করে দেন। এসময় তিনি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল দখল মুক্ত করার নির্দেশ দেন। উপজেলা এলজিইডির নিবন্ধিত ঠিকাদার মিজান সরকারি খালের প্রায় ৫০-৬০ ফুট দৈঘ্য ও ২০ ফুট প্রস্থের একটি মার্কেট নির্মাণ শুরু করে।
শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা মন্তব্য করেণ, আওয়ামী লীগের শাসনামলে বিএনপি নেতার ভাই এমন অবৈধ দখলের সাহস কি করে পায় তা খতিয়ে দেখা উচিৎ।
Leave a Reply