মুন্সীগঞ্জ সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. সুরুজ মিয়া( ৭৫) নামের এক অটো চালকের মৃত্যু হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সরর্দারপাড়া পূয়াপুল নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
নিহত অটোচালক সুরুজ মিয়া ময়মনসিংহ জেলার মীর কাঁঠালিয়া গ্রামের মৃত ঠান্ডা মিয়ার ছেলে। সে মুন্সীগঞ্জের সদর উপজেলার দক্ষিণ কোটগাঁও এলাকার ইসলাম শেখের বাড়ির ভাড়াটিয়া। তার পাঁচ ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোঙ্গানীর শব্দ পেয়ে বাহিরে আসলে গলায় ছুরিকাঘাতে রক্তাক্ত গুরুতর আহত চালকে রাস্তায় পরে থাকতে দেখে স্থানীয়রা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেরণ করলে সেখানে রাতেই সে মারা যায়।
এ ব্যপারে মুন্সীগঞ্জ (সদর সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার)খন্দকার আসফাকুজ্জামান জানান, এ ঘটনায় রক্তমাখা ছুরি ও সিপাহিপাড়া এলাকা থেকে চুরি হওয়া অটো উদ্ধার করা হয়ে। এই ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।
বিডি২৪লাইভ
Leave a Reply