বাড়িঘর ভাঙচুর, গুলি, ককটেল বিস্ফোরণ
মুন্সীগঞ্জের চরাঞ্চলের মোল্লাকান্দিতে আওয়ামী লীগ সমর্থিত দুই ইউপি মেম্বার গ্রুপের মধ্যে হামলা ও পাল্টা হামলায় বাড়িঘর ভাঙচুর, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল হামলায় দুজন গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানায়, গতকাল দুপুর ১২টার দিকে মোল্লাকান্দির পাশের টঙ্গিবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের পুরাবাজারে মেজবা উদ্দিন মেম্বারের সমর্থক সাজুর দোকানের নতুন ভাড়াটিয়া আরিফকে দোকানের কাজে বাধা এবং হুমকি-ধমকি দিয়ে যায় মোল্লাকান্দির বেহেরকান্দি গ্রামের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ও ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপন দেওয়ান।
এরপর দুপুর ২টার দিকে স্বপনের নেতৃত্বে ৭ নম্বর ওয়ার্ড সদস্য ও ইউপি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মেজবা উদ্দিনের নোয়াদ্দা গ্রামে হামলা চালানো হয়। এ সময় গুলি, ককটেল বিস্ফোরণ ও বাড়িঘরে হামলা চালালে আবু সায়েদ বেপারী ও রাকিব ককটেল বিস্ফোরণে আহত হয়। পরে মেজবা উদ্দিন মেম্বার গ্রুপ প্রতিরোধ গড়লে স্বপন মেম্বার গ্রুপ নোয়াদ্দা গ্রাম ছাড়ে।
আহত আবু সায়েদ বেপারীকে ঢাকা মেডিক্যাল কলেজ এবং রাকিবকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
কালের কন্ঠ
Leave a Reply