জসীম উদ্দীন দেওয়ান : মুন্সীগঞ্জে নিখোঁজের ছয় দিন পর রং মিস্ত্রি দুলালের মরদেহ শহরের ধলেশ্বরী নদীর তীর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত দুলাল মোল্লা চর এলাকার মৃত মাঈনউদ্দিন মোল্লার ছেলে। মুন্সীগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম জানান, স্থানীয় লোকজন নদীর তীরে মরদেহ দেখতে পেয়ে খবর দিলে দুপুর ১ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। গত ২৯ জানুয়ারী রাত ১০ টার দিকে চাচাত ভাই শাকিল মোল্লার মোবাইল ফোনের কল পেয়ে নিজ বাড়ি থেকে বের হন রংমিস্ত্রি দুলাল। এরপর থেকে আর বাড়ি ফিরেনি সে। এ ঘটনায় ৩১ জানুয়ারীতে নিখোঁজের স্ত্রী কাকলী বেগম সদর থানায় সাধারন ডায়েরী করেন। জিজ্ঞাসাবাদের জন্য শাকিলকে আটক করেছে পুলিশ।
Leave a Reply