সিরাজদিখানে জাল টাকাসহ দুই নারী গ্রেফতার

নাছির উদ্দিন: সিরাজদিখানে জাল টাকাসহ দুই নারী খুশবু বেগম (২৬) ও সিমা আক্তারকে (২০) ধরে পুলিশে দিয়েছে বাস কনট্রাক্টার দার। শনিবার দুপুরে সিরাজদিখান পরিবহনের একটি যাত্রীবাহি বাস থেকে তাদের ধরা হয়। পরে পুলিশ তাদের গ্রেফতার করেণ । গ্রেফতার কৃতরা হলো নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের কাজী বাড়ির মোবারক হোসেনের মেয়ে খুশবু ও মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাও গ্রামের মনির সিকদারের মেয়ে সিমা। এ ব্যাপরে সিরাজদিখান থানায় মামলা প্রকৃয়াধীন রয়েছে।

বাস কন্ট্রাকটর জানান গত কয়েক মাসে আমাদের এ রুটে বাসে মহিলা যাত্রী জাল নোট দিয়ে ভাড়াদেয় পরে জরিমানায় আমরা পরি। টাকা মালিক নেয় না আমাদের ছিড়ে ফেলতে হয়। আমরা কয় টাকা রোজে কাজ করি। এজন্য এবার টাকা চিনতে পেরে বিষয়টি পুলিশকে জানাই এবং মহিলা দুইজনকে ধরিয়ে দেই।

খুশবু ও সিমা জানায়, তারা দুজন নারায়নগঞ্জ থাকে এক সাথে এবং থ্রী পিসের ব্যবসা করে। বাড়ি বাড়ি গিয়ে থ্রী পিস বিক্রি করে। বিক্রির টাকা এ গুলো। একজন ক্রেতা এই টাকার থ্রী পিছ নিয়েছে প্রসঙ্গে আর কিছু বলে না। এ রুটে কেন আসছে জিগ্যাসা করলে বলে সোনারঙ খালার বাড়ি যাবে। সোনারঙ গেলে সিরাজদিখান কেন ভাড়া দিলেন কোন সঠিক উত্তর দেয় নি।

সিরাজদিখান থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) কাজী রমজানুল হক জানান, যাত্রীবাহি একটি পরিবহনে উপজেলার নিমতলা থেকে সিরাজদিখান আসার পথে এক মহিলা দুই জনের ভাড়ার জন্য ১ হাজার টাকার একটি জাল নোট দেয়। বাসের কনট্রাক্টর টাকাটি সন্দেহ হলে বলে আপনাদের থানায় দিব এবং থানা এলাকায় গাড়িটি আসলে পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ দুই মহিলার হাতব্যগ তল্লাশি করে আরো ৫ টি এক হাজার নোটসহ মোট ৬ টি জাল নোট উদ্ধার করে, দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ করে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Leave a Reply