মুন্সীগঞ্জ জেলা আ’লীগ
গত উপজেলা পরিষদ নির্বাচনে দলের সব বিদ্রোহী প্রার্থীকে দলীয় পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ।
গতকাল রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও নানা অনিয়মের অভিযোগে টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি জগলুল হাওলাদার ভুতুকে দল থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি সিরাজদীখান উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমানের পরিচালনায় সভায় দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড বিষয়ে দিকনির্দেশনা দেন ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। সভায় জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের নেতারা ছাড়াও উপজেলা ও থানা সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। তবে অসুস্থতার কারণে জেলা সভাপতি মহিউদ্দিন আহমেদ সভায় থাকতে পারেননি।
সভায় ঈদুল ফিতরের পর আগামী জুন-জুলাইয়ের মধ্যে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে আগামী এপ্রিলের মধ্যে জেলার মেয়াদোত্তীর্ণ সব উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সম্মেলন ও নতুন কমিটি গঠন করা হবে। সভায় জেলা ও উপজেলা নেতারা দলের মধ্যে বিদ্যমান অন্তর্দ্বন্দ্ব ও কোন্দলের বিষয় তুলে ধরে তা নিরসনে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।
সমকাল
Leave a Reply