বজ্রযোগিনী ইউনিয়নের সোমপাড়া এলাকায় পুকুরের পাওনা ২ বছরের জমার টাকা চাইতে যাওয়ায় মো: আজিম শেখ ও তার ভাইদের উপর হামলা চালানো হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় পুকুরটির দখলে থাকা জয়নাল হক বেপারী তার দুইপুত্রসহ নিয়ে ২০/২৫ জনের একটি দল নিয়ে এই হামলা চালান। এতে গুরতর আহত আজিম শেখ, রাসেল শেখ ও কামাল শেখকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কৃষক আজিম শেখ বলেন, পুকুরটিতে আমাদের অংশের দুই বছরের জমার পাওনা টাকা চাইতে গেলে আমাকে হত্যার উদ্দেশ্যে জয়নাল হক বেপারী দলবল নিয়ে হামলা চালায়। এই ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় একটি অভিযোগ করা হয়েছে।
আলোকিত মুন্সীগঞ্জ
Leave a Reply