রামপালে জমি পৈত্রিক সম্পতির সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে হতাহতের ঘটনা

মোঃ নাজমুল হাসান মুন্সি: মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের পশ্চিম কাজীকসবায় বদল পাড়া গ্রামে জমি সংক্রান্ত দ্বন্দের জের ধরে হতাহতের ঘটনা ঘটেছে। পশ্চিম কাজীকসবা বদল পাড়া টিনের মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। দুই পক্ষের সংঘর্ষে আহত হয়ে রামপাল ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ইদু মিয়া, ৯নং ওয়ার্ড ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ, মুন্না, স্বপ্নীল, ফারুক, লিটন,আফসারউদ্দিন, হেলেনা বেগম, সুফিয়া বেগম, শ্যামলী বেগম ও ফাহিমা বেগম মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হয় তারা। এ বিষয়ে আহত ইদু মিয়া সেরা নিউজ-২৪ কে বলেন, আমাদের জায়গা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে দখল করে রেখেছে।

গত বুধবার তারা আবার স্থাপনা তৈরি করতে গেলে হাতিমারা তদন্ত কেন্দ্রে আমরা বিষয়টি অবহিত করি। পুলিশ ঘটনা স্থলে এসে কাজ না করার জ‍ন‍্য বলে যান। জায়গাটি আমাদের পৈত্রিক সম্পত্তি, এ জায়গার কাগজপত্র তাদের কাছে দেখতে চাইলে তারা আমাদেরকে কোনো কাগজপত্র দেখায় না। এ বিষয়ে আমরা আদালতে মামলা করেছি। আদালত থেকে স্থাপনা তৈরিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

সেই নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে তারা স্থাপনা তৈরি করতে গেলে তাদের নিষেধ করা হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী বাহিনী জামাল, শাহ আলম, আওলাদের পরিবার গং আমাদের উপর হামলা চালায় ও আমাদের মেরে ফেলার হুমকি দেয়। এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ আনিচুর রহমান বলেন, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি তদন্তে সাপেক্ষে ব‍্যবস্থা নেয়া হবে।

সেরা নিউজ

Leave a Reply