মুন্সীগঞ্জে করোনা চিকিৎসার প্রস্তুতি হিসাবে ছয়টি সরকারি হাসপাতালসহ ৩৭টি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। হাসপাতালগুলোতে ৬৫০ বেড রয়েছে। এরমধ্যে করোনা চিকিৎসার জন্য ৪২টি বেড প্রস্তুত রাখা হয়েছে। সরকারি হাসপাতালের ৭৬ জনসহ চিকিৎস্যক রয়েছেন ১৩৮ জন। সরকারি পর্যায়ের ১৪৮ জন নার্সসহ মোট নার্স রয়েছেন ২৩৮ জন।
এ পর্যন্ত ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরণ করা হয়েছে ১৪৭৬টি। আর মজুদ আছে ৯২২টি। কেভিডি-১৯ আক্রান্ত ব্যক্তিকে জরুরি চিকিৎসায় স্থান্তরের জন্য পৃথক একটি এ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। ছয় উপজেলায় ছয়টি আইসোলেসন কেন্দ্র খোলা হয়েছে। প্রয়োজনীয় নানা উপকরণও রাখা হয়েছে।
এদিকে কোরানা সংক্রামণ যাতে না হয় সেব্যাপারে সরকারের বাইরেও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। পরিস্কার পরিচ্ছন্ন রাখাসহ জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। এখনও পর্যন্ত জেলায় কেভিডি-১৯ সনাক্ত হয়নি।
জনকন্ঠ
Leave a Reply