শ্রীনগরে হোম কোয়ারেন্টাইনে থাকা পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে মহিলা ভাইস চেয়ারম্যান

আরিফ হোসেনঃ শ্রীনগরে হোম কোয়ারেন্টাইনে থাকা একটি পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম। মঙ্গলবার সকালে খাদ্য সামগ্রী নিয়ে তিনি উপজেলার সিংপাড়া এলাকার ওই পরিবারটির পাশে দাঁড়ান।

তন্তর ইউনিয়নের ২ ওয়ার্ডের মৃত ইয়াজউদ্দিন শেখের ছেলে সামাদ শেখ পরিবার পরিজন নিয়ে কয়েক দিন আগে নারায়নগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে নিহত তার ছেলের শশুরকে দেখতে যান। ওই ঘটনায় নারায়নগঞ্জের পুলিশ তার পরিবারের কয়েকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করলেও সামাদ শেখ তার স্ত্রী ও কয়েকজনকে নিয়ে পালিয়ে আসেন। সোমবার বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে ১৪ দিনের আগে বাড়ি থেকে বের হতে নিষেধ করেন। মঙ্গলবার সকালে সামাদ শেখের স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যানকে ফোন করে জানান তাদের ঘরে কোন খাদ্য সামগ্রী নেই। তাৎক্ষনিক ভাবে মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম তাদের জন্য চাল,ডাল,তেল,পিয়াজ, সাবান, চা পাতা সহ ১ সপ্তাহের বাজার নিয়ে তাদের বাড়িতে হাজির হন। এসময় মহিলা ভাইস চেয়ারম্যান তাদেরকে বাড়িতে অবস্থান করে বার বার সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেন।

Leave a Reply