নভেল করোনাভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে ঢাকা ও নারায়ণগঞ্জ ছাড়তে চেষ্টা করা ১৮৫ জনকে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে আটক করে নৌ-পুলিশ। বুধবার ভোরে আটক করে প্রথমে তাদের মুক্তারপুর পুরনো ফেরিঘাটের জেটিতে রাখা হয়। পরে তাদের যে যেখান থেকে এসেছে সেখানে ফের পাঠানো হয়েছে।
মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন খান জানিয়েছেন, ভোরে নারায়ণগঞ্জ থেকে ট্রলারে করে ১৪০ জন গাদাগাদি করে ঝুঁকি নিয়ে সিরাজগঞ্জ যাচ্ছিল। আর রাজধানী ঢাকা থেকে আরেক ট্রলার ৪৫ জন নিয়ে বরিশাল যাচ্ছিল।
“এদের আটকের পর ঊর্ধ্বতনদের সাথে আলোচনা করে কঠোর সতর্ক করে আবার ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত পাঠানো হয়েছে।
“নানাভাবে এখন লোকজন লকডাউনে থাকা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে লোকজন পালিয়ে অন্যত্র যাওয়ার চেষ্টা করছে।”
এদের অনেকে মুন্সীগঞ্জে ঢুকছে তাতে ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে বলে জানান তিনি।
বিডিনিউজ
Leave a Reply