রাজধানী ঢাকার কুর্মিটোলা হাসপাতাল থেকে এক করোনাভাইরাসে আক্রান্ত রোগী পালিয়ে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গোসাইরচরের নিজ বাড়িতে চলে এসেছেন।
গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব ভুইয়া বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
রোগী আব্দুল সাত্তার মোল্লা উপজেলার সিদ্দিক মোল্লার ছেলে।
গজারিয়া উপজেলা হাসপাতাল সূত্র জানায়, গজারিয়া থেকে আব্দুল সাত্তার মোল্লাকে কুর্মিটোলা হাসপাতালে রেফার্ড করা হয়। তবে তিনি এখন কোথায় আছেন তা তাদের জানা নেই।
তবে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী বলেন, ‘রোগী বাড়িতে আছেন। তাদের বাড়ি লকডাউন করে রাখা হয়েছে।’
ইউ.এন.বি নিউজ
Leave a Reply