মুন্সীগঞ্জে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে জেলায় এ রোগে আক্রান্তের সংখ্যা ৩৭ জনে দাঁড়াল। শুক্রবার মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য জানান।
নতুন শনাক্তদের মধ্যে মধ্যে সদর, শ্রীনগর ও সিরাজদিখান উপজেলায় তিনজন করে, লৌহজংয়ে দুইজন এবং টঙ্গীবাড়ি ও গজারিয়ায় একজন করে রয়েছেন।
সিভিল সার্জন বলেন, “এ পর্যন্ত ২৪৫ জনের নুমনা আইইডিসিআরে পাঠানোর পর ২১১ জনের রিপোর্ট এসেছে। তাদের মধ্যে ৩৭ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে, বাকিদের মধ্যে সংক্রমণ নেই।”
আক্রান্ত ৩৭ জনের অধিকাংশই নারায়ণগঞ্জ লিঙ্কের বলে জানান তিনি।
বিডিনিউজ
Leave a Reply