মোজাফফর হোসেন: করোনা আতঙ্কে সেবা মূলক কাজ নিয়ে ব্যাস্ত সময় পাড় করছেন প্রশাসন আর এ সুযোগে এক মাদকাশক্ত নেশার টাকা যোগাতে রাস্তার পাশের গাছ বিক্রি করে দিয়েছে। বন কর্মকর্তার অফিস বন্ধ থাকার সুযোগে বুধবার সকালে প্রায় অর্ধলক্ষ টাকা মূল্যের গাছটির অর্ধেকাংশ প্রত্যক্ষ দিবালোকে কেটে নিয়ে গেছে শ্রমিকরা।
জানাগেছে, উপজেলার চাঠাতিপাড়া গ্রামের প্রধান সরকারী সড়কের পাশের প্রাথমিক বিদ্যালয়ের পেছনের প্রায় অর্ধলক্ষ টাকা মূল্যের সৃষ্টি কড়ই গাছ কোন নীয়ম নীতির তোয়ক্কা না করে বিক্রি করে দিয়েছেন ওই গ্রামের মৃত পান্নু বেপারীর ছেলে মাদকাশক্ত রাসেল বেপারী। পরে বুধবার শ্রমিকরা ওই গাছের অর্ধেকাংশ কেটে নিয়ে গেলে স্থাণীয় পাচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রাম পুলিশ পাঠিয়ে গাছ কাটা বন্ধ করে দিলেও যে কোন মুহূর্তে পুুরো গাছটি কেটে নেওয়ার পায়তারা করছে রাসেল। এ ব্যাপারে পাচগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মিলেনুর রহমান জানান, চাঠাতিপাড়া গ্রামের পান্নু বেপারীর ছেলে রাসেল বেপারী সরকারী গাছ কেটে নিয়ে যাচ্ছে খবর পেয়ে আমি চকিদার পাঠিয়ে গাছ কাটা বন্ধ রেখেছি এবং এ্যাসিল্যান্ডকে অবহিত করছি।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মূল গাছটি গোড়া থেকে দুটি অংশে বিভক্ত এর মধ্যে বড় অংশটি কেটে ইতিমধ্যে শ্রমিকরা নিয়ে গেছে। গাছ কর্তনকারী শ্রমিকরা জানায় রাসেল বেপারী তাদের কাছে গাছটি বিক্রি করছে। তবে রাসেল বেপারীর সাথে যোগাযোগ করা হলে গাছ বিক্রির বিষয়টি অস্বীকার করে সে। কেটে নেওয়া গাছটি একদিকে সরকারী রাস্তার পাশের অপর দিকে এটি সরকারের অর্পিত সম্পত্তির উপর লাগানো হয়েছিলো বলে জানান এলাকাবাসী। এ ব্যাপারে টঙ্গীবাড়ী বন কর্মকর্তা হুমায়ূন মিয়া জানান, করোনার কারনে অফিস বন্ধ রয়েছে। অফিস খোললে অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি, উছেন মে জানান, স্থানীয় তহশিলদার দিয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply