মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় পারিবারিক কলহের জেরে রাবেয়া আক্তার সোনালী (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেন। বৃহস্পতিবার উপজেলার পূর্ব আলদী গ্রামের ভাড়া বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত রাবেয়া আক্তার সোনালী মালয়েশিয়া প্রবাসী জাহাঙ্গীর সরদারের স্ত্রী।
টঙ্গীবাড়ি থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আজিজুর রহমান জানান, পূর্ব আলদী গ্রামের করিম বেপারীর বাড়িতে শ্বশুর-শাশুড়ির সঙ্গে ভাড়া থাকতেন গৃহবধূ রাবেয়া আক্তার। পারিবারিক ঝগড়ার জের ধরে বুধবার রাতের যে কোনো সময় ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন রাবেয়া।
সকালে জানালা দিয়ে লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
যুগান্তর
Leave a Reply