সিরাজদীখানে ড্রাম ট্রাক-অটো সংঘর্ষ -নিহত ১

নাছির উদ্দিন : মুন্সীগঞ্জের সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় ব্যাটারী চা‌লিত অ‌টোর যাত্রী সামিনা বেগম(৪৫) না‌মের এক নারী নিহত হয়েছে । গতকাল বুধবার বি‌কে‌ল সাড়ে ৫ টায় সিরাজদীখান-বালুচর সড়কে কালিনগর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত সামিনা বেগম গনআম্বিয়ার গ্রামের বুড়িংগামারী থানার কুড়িগ্রাম জেলার বাসিন্দা। নিহত ওই নারীর স্বামী নজরুল ইসলাম একটি ইটবাটায় কাজ করতেন এবং পরিবার নিয়ে বালুচরে একটি বাড়ীতে বাসা ভাড়ায় থাকতেন ।

সিরাজদিখান থানার এস আই বিজয় কুমার সত্যতা নিশ্চিত করে জানান, ড্রাম ট্রাকের স‌ঙ্গে ব্যাটারী চা‌লিত অ‌টোর মুখোমুখি সংঘর্ষ হলে অ‌টোর যাত্রী সামিনা বেগম গুরুতর আহত হলে স্থানীয়রা সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নিলে ডা. মৃত ঘোষনা করেন । উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.বদিউজ্জামান জানান, আমাদের স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নিয়ে আসছিল কিন্তু দেখে মনে হয়েছে স্পটেই মারা গেছে ।

Leave a Reply