শ্রীনগর উপজেলার বীরতারা বাজারে ২ দোকানে চুরি

আরিফ হোসেনঃ শ্রীনগর উপজলার বীরতারা বাজারের ২টি দোকানে চুরি হয়েছে। সোমবার রাতের কোন এক সময়ে এই চুরির ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দোকান দুটির চালা ও বেড়ার টিন কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে। এসময় শামীম এন্টারপ্রাইজ থেকে ২০ টির উপরে মোবাইল ফোন সেট ও নগদ অর্থ এবং মনির হোসেনের মুদি দোকান থেকে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়।


বীরতারা বাজার কমিটির সাধারণ সম্পাদক সাব্বির শেখ জানান, বেশ কিছুদিন পরপরই বাজারে একই কায়দায় চুরির ঘটনা ঘটছে। ধারণা করা হচ্ছে, একটি সংঘবদ্ধ চোরের দল সুযোগ বুঝে এই চুরির ঘটনা ঘটাচ্ছে। এইবারের চুরির ঘটনায় দোকানদার শামীম বাদী হয়ে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন।

Leave a Reply