টঙ্গীবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ

মোজফফর হো‌সেন: টঙ্গিবাড়ীতে দোকান কর্মচারী হত্যা মামলার প্রধান আসামি রাজিব হালদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে ৭ দিনের রিমান্ড আবেদনসহ তাকে মুন্সিগঞ্জ আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আসামির ভায়রা বাড়ি হতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। এর আগে গত ২০ মে উপজেলার আলদি বাজারের দোকান কর্মচারী মনির হোসেনকে তুচ্ছ ঘটনার জেরে কুপিয়ে হত্যা করে রাজিব হালদার গংরা। এ ঘটনায় নিহতের বড় ভাই সাজ্জাত হোসেন জনি বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ ওই মামলার প্রধান আসামি রাজিব হালদারকে গ্রেপ্তার করলো। নিহত মনির টঙ্গীবাড়ী উপজেলার আলদি বাজারের মাঝি কসমেটিকস এর কর্মচারী ছিলো।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ওসি তদন্ত গোলাম রসুল মোল্লা জানান হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে ৭ দিনের পুলিশ রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছ।

Leave a Reply