মুক্তারপুর এলাকায় ১৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ মোহাম্মদ সাইফুল (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের ওসি মো. মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মুক্তারপুর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় সাইফুল নামের এক যুবককে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সে দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসা করছিল।

মোহাম্মদ সাইফুল সদরের মিরাপাড়া এলাকার আব্দুল আজিজ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে মুন্সীগঞ্জ থানায় হস্তান্তর করে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রাম নগর বার্তা

Leave a Reply