করোনা উপসর্গ নিয়ে রবিবার মুন্সীগঞ্জে তিন জন মারা গেছেন। এরা হলেন- আব্দুল কাদের (৬০), এলাহি হাওলাদার (৭০) এবং হারুন শেখ (৫০)। তাদেরকে ডবিøউএউচও’র নিদের্শনা অনুযায়ী দাফন করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানায়- করোনা উপসর্গসহ দুপুরে শহরের মানিকপুরের আব্দুল কাদেরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সকালে লৌহজং উপজেলার গাঁওদিয়ার পালগাঁও গ্রামের এলাহি হাওলাদাকে করোনা উপসর্গসহ লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। গাঁওদিয়ার কালুরগাঁও এলাকার হারুন শেখকে শ্বাসসকষ্টসহ বিকালে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ঢাকায় রেফার্ড করে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় তার মৃত্যু হয়। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, এই তিনজনেরই সোয়াব সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট আসার পররই নিশ্চিত হওয়া যাবে, তাদের দেহে করোনা আছে কিনা। মুন্সীগঞ্জে এ পর্যন্ত করোনায় ২৯ জন মৃত্যুবরণ করেছেন।
এদিকে মুন্সীগঞ্জে করোনায় সর্বমোট ২৯৯৩ জন হোমকোয়ারেন্টিনে রয়েছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারন্টিনে রয়েছে ১০ জন।জেলার ৬ উপজেলায় আইসোলেশনে রয়েছেন ২২৫ জন। জেলা প্রশাসন সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্রমতে জেলায় সর্বমোট কোয়ারন্টিন সম্পন্ন করেছেন ১৪৫৬ জন। করোনায় মৃত্যুবরণ করেছেন ২৯ জন।তবে করোনা জয় করেছেন ৩০০ জন। পহেলা মার্চ থেকে জেলায় বিদেশ থেকে প্রত্যাগতের সংখ্যা হচ্ছে ৫ হাজার ৪৭৩ জন।এদের মধ্যে চিহ্নিত করা হেছে ৬৯৩ জন।
সময়ের কলম
Leave a Reply