মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিভিন্ন নিট ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ৬ কোটি ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসব জালের আনুমানিক মূল্য ১ শ’ ৮৬ কোটি টাকা। নৌ-পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম পিপিএম বার, বিপিএম বার এর নেতৃত্বে এ অভিযান চলানো হয়। সোমবার ভোর রাত ২ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ ও দুর্গাবাড়ী এলাকার ২ টি ফিশিং নেট কারখানায় এ অভিযান পরিচালনা করে কারেন্ট জালগুলো জব্দ করা হয়।
নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম জানান, আমাদের নৌ পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের বিভিন্ন স্থানে রাতের আঁধারে অবৈধ কারেন্ট জাল তৈরি করা হয়ে থাকে। এরই সূত্র ধরে আমরা এই অভিযান চালাই। অভিযানে মোট ৬ কোটি ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জাল মিরকাদিম নৌ পুলিশ লাইন্স মাঠে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মোল্লা নজরুল ইসলাম বিপিএম পিপিএম, পুলিশ সুপার বিএম হারুন অর রশিদ, পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম পিপিএম বিপিএম, পুলিশ সুপার ঢাকা অঞ্চল মোঃ ফরিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন, জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ, মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কবির হোসেন খাঁন প্রমূখ।
সময়ের কলম
Leave a Reply