নাছির উদ্দিন: মুন্সীগঞ্জের সিরাজদিখানে সোমবার ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার ফিল্ড অফিসারের ১১ লাখ টাকা ছিনতাই হয়েছে। বেলা সাড়ে ১১ টার দিকে ঈমামগঞ্জ বাজার সংলগ্ন সড়ক থেকে সমুদয় টাকাসহ মার্কেটিং অফিসার বাবু লস্করকে একটি প্রাইভেট কারে তুলে নিয়ে যায় ছিনতাইকারীরা। বাবু লস্কর সিরাজদিখান বাজারস্থ ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অফিসের মার্কেটিং অফিসার। তিনি উপজেলার রক্ষিতপাড়া গ্রামের আনিসুর রহমান লস্করের ছেলে।
সিরাজদিখান থানার ওসি ফরিদউদ্দিন জানান, সকাল ১০ টার দিকে সিরাজদিখান বাজারস্থ এজেন্ট ব্যাংকিং কার্যালয় থেকে উপজেলার নীমতলা শাখা ইসলামি ব্যাংকে যান ফিল্ড অফিসার বাবু লস্কর। সেখান থেকে নগদ ১১ লাখ টাকা উত্তোলন করেন তিনি। পরে ব্যাটারি চালিত একটি অটোরিকশাযোগে তিনি সিরাজদিখান বাজারে নিজ এজেন্ট ব্যাংকিং কার্যালয়ে ফিরছিলেন। পথিমধ্যে ঈমামগঞ্জ বাজার সংলগ্ন সড়কে তার অটোরিকশার গতিরোধ করে ৪-৫ জনের একটি দুস্কৃতকারী গ্রুপ। এ সময় মুখ চেপে ধরে তাকে প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে যায়। পরে উপজেলার চালতী পাড়া এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ফেলে ১১ লাখ টাকা হাতিয়ে প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায় দুস্কৃতকারীরা। এ ঘটনায় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সিরাজদিখান থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।
Leave a Reply