মো. মাসুদ খান: ‘বাঁচতে চাই, বাঁচাতে চাই ,মুন্সীগঞ্জে পিসিআর ল্যাব চাই’ এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে পিসিআর ল্যাব স্থাপনের দাবী জোরালো হচ্ছে। সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখন পিসিআর ল্যাব স্থাপনের দাবীতে আন্দোলনের দিকে ঝুঁকে পড়ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঝড় বইতে শুরু করেছে।
মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে ‘বাঁচতে চাই, বাঁচাতে চাই’ এরকম দাবী তুলে ইতিমধ্যে ফেসবুকে স্ট্যাটাস দেয়া হয়েছে। একই সাথে নাগরিক সমন্বয় পরিষদ নামে একটি সংগঠনও ফেস বুকে স্ট্যাটাস দিয়ে মুন্সীগঞ্জে পিসিআর ল্যাব স্থাপনের দাবী জানিয়েছে।
দিন দিন মুন্সীগঞ্জের করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। রেড জোনের দিকে যাচ্ছে মুন্সীগঞ্জ জেলা। এ থেকে জেলার সুশীল সমাজ এখন দাবী তুলছে পিসিআর ল্যাব স্থাপনের।
গত ১২ জুন এ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭৭ জন, ১১জুন ছিল ১০৩ জন, ৯ জুন ১৯২ জন। ১২ জুন পর্যন্ত জেলায় মোট ১৪৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আরও ৯ জন সুস্থ হয়ে জেলায় করোনা জয়ী সংখ্যা ৩৪৬।
সিভিল সার্জন অফিসের হিসাব অনুযায়ী এই সময়ে রিপোর্টে করোনায় কেউ মারা যায়নি। তাই জেলায় করোনায় মৃতের সংখ্যা আগের মতই ৩৪। তবে সিরাজদিখান উপজেলার শেখর নগর ইউনিয়নের পাউসার গ্রামের আনোয়ার আলী (৯০) নামে এক ব্যক্তি ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সন্ধ্যায় করোনায় মারা গেছেন। তাই এ জেলায় এখন মৃতের সংখ্যা ৩৫ এ দাঁড়ালো।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন, শুক্রবার গত ১০ জুনের ২৬০টি রিপোর্ট এসেছে। ১০ জুন নমুনা প্রেরণ করা হয়েছিল ২৬৯টি। এই নিয়ে জেলা ৬৪৩০টি নমুনার পরীক্ষা সম্পন্ন হওয়ার পর রিপোর্ট পাওয়া গেলো।
শুক্রবার আরও ২২২টি সোয়াব পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এই নিয়ে এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ৬৯১৭টি। জেলায় ১৪৬৮ জনের করো শনাক্তের মধ্যে সবচেয়ে বেশী মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৬২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সিরাজদিখান উপজেলায় ২১৯ জনের করোনা শনাক্ত হয়ে জেলায় দ্বিতীয় স্থানে রয়েছে। ২১৩ করোনা শনাক্ত নিয়ে লৌহজং রয়েছে তৃতীয় স্থানে। শ্রীনগর উপজেলায় ১৫২, গজারিয়া উপজেলায় ১৪২ এবং টঙ্গীবাড়ি উপজেলায় ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলায় ৩৪৬ জন করোনা জয় করেছেন। এর মধ্যে মুন্সীগঞ্জ সদরে ১৪০ করোনা জয় করে প্রথম, সিরাজদিখান ৬৪ জন করোনা জয় করে দ্বিতীয় এবং শ্রীনগর ৫১ জয় করে জেলায় ৩য় স্থানে রয়েছে। এছাড়া গজারিয়া উপজেলায় ৩৬ টঙ্গীবাড়ি উপজেলায় ৩১ এবং লৌহজং ২৪ জন করোনা জয় করেছেন।
জেলায় এ পর্যন্ত করোনায় মারা যাওয়া ৩৫ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায়ই ২০ জন মারা গেছেন। এছাড়া টঙ্গীবাড়িতে ৬ জন, লৌহজংয়ে ৪ জন, সিরাজদিখানে ৫ জন এবং শ্রীনগরে একজন করোনায় মারা গেছেন। তবে গজারিয়া উপজেলায় করোনায় এখনও কেউ মারা যাননি বলে সিভিল সার্জন জানিয়েছেন।
মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল জানান, মুন্সীগঞ্জে দিন দিন করোনা রোগীর সংখ্যা বেড়ে চলেছে। রেড জোনের দিকে ধাবিত হচ্ছে জেলা। নারায়নগঞ্জের পাশাপাশি জেলা হওয়ায় প্রথম থেকেই এ জেলায় নারায়নগঞ্জ লিংঙ্কে থাকা লোকজনের মধ্যে করোনা ছড়িয়ে পড়ে মুন্সীগঞ্জে প্রতিদিন তা বেড়েই চলেছে।
জেলার ছয়টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সোয়াব দেবার জন্য করোনা রোগীদের ভিড় দিন দিন বাড়ছে। সংগ্রহ করা সোয়াব ঢাকায় পাঠিয়ে ফলাফল জানতে বেশ সময় লাগছে। অনেক সময় পেন্ডিং অবস্থায় থাকছে রিপোর্ট, তাই রোগীদের চিকিৎসা, আইসোলেশন ও কোয়ারেন্টে সময় মত রাখা যাচ্ছেনা। দেখা যাচ্ছে কোন রোগী যদি করোনা আক্রান্ত হয়ে থাকেন রিপোর্ট আসার আগেই তিনি অন্যান্য লোকজনের সাথে মিশে করেনার সংক্রমন ঘটাচ্ছেন।
লৌহজং উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. ওসমান গণি তালুকদারের করোনা উপসর্গ ছিলনা। ত্রাণ বিতরণ করতে গিয়ে তিনি নানাজনের সংস্পর্শে আসেন। তাই তিনি সন্দেহবশত সোয়াব দিয়েছিলেন। গত বুধবার তাঁর করোনা পজেটিভ রিপোর্ট আসে। আথচ মঙ্গলবারও তিনি এলাকায় ত্রাণ বিতরণ করেছেন। তিনি জানতেনও না তিনি করোনা পজেটিভ ভাইরাস বহন করছেন। এ সময়ে তিনি যাদের সংষ্পর্শে এসেছেন,তাদের মধ্যেও করোনা সংক্রামিত হতে পারে। এরকম অনেক জনপ্রতিনিধি, প্রশাসনের পদস্থ্য কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা করোনা পজেটিভ নিয়ে জনগণের সেবা দিয়েছেন। দ্রæত করোনা টেস্টে এ ধরনের সংক্রমণ ঠেকানো সম্ভব হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কালের কন্ঠ
Leave a Reply