আরিফ হোসেনঃ শ্রীনগর ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৩ সন্তানের জনকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে ওই শিশুটির বাবা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেছেন। শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী ।
স্থানীয়রা জানায়, শ্রীনগর উপজেলার কুকুটিয়া গ্রামের হযরত আলী বেপারীর ছেলে স্বপন (৩৫) গত ঈদুল ফিতরের প্রায় এক সপ্তাহ আগে থেকে শিশুটিকে ফুসলিয়ে একাধিক বার ধর্ষণের চেষ্টা করে। এতে মেয়েটি অসুস্থ হয়ে পরলে সে তার মায়ের কাছে ঘটনা খুলে বলে। কিন্তু পরিবারটি প্রথমে লোকলজ্জার ভয়ে কাউকে কিছু না বললেও পরে শিশুটির শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ঘটনাটি জানাজানি হয়ে যায়। এর পর পরই লম্পট স্বপন গাঁ ঢাকা দেয়। অভিযুক্ত স্বপনের বড় ভাই ময়না বেপারী ও তার সহযোগিরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য এলাকায় প্রভাব বিস্তার করছে বলে স্থানীয়রা জানায়।
এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। শনিবার শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply