মুন্সীগঞ্জ নতুন করে আরো ৯৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নতুন করে আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩১ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ২৫ জন, লৌহজং উপজেলায় ৩ জন, সিরাজদিখান উপজেলায় ১৮ জন, শ্রীনগর উপজেলায় ৫ জন, গজারিয়া উপজেলায় ১৩জন করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও ২২ জন সুস্থ হয়েছে।
তিনি আরো জানান, গত ১২,১৫, ১৬ ও ১৭ তারিখের ৪৫২ রিপোর্ট এসেছে এর মধ্যে ৯৫ জন করোন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১৭৫৬ জনের করোনা শনাক্ত ও ৪১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ জেলা থেকে এখন পর্যন্ত ৮ হাজার ৪৪ টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এর মধ্যে রিপোর্ট এসেছে ৭ হাজার ৭৩৮ টি।
নয়া দিগন্ত
Leave a Reply