মুন্সীগঞ্জের গজারিয়ার নতুন চরচাষী গ্রামের একটি বাড়ি থেকে এক মাদরাসাছাত্রীকে (১৪) অস্ত্রের মুখে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। এলাকার নামকরা বখাটে ও ডাকাত জুয়েল (৩০) শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রীকে অপহরণ করে।
জানা যায়, জুয়েল একই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। এ ঘটনায় ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত জুয়েলের দুই বোন, ভগ্নিপতি ও ভগ্নিপতির ভাইকে থানা হেফাজতে রাখা হয়েছে।
অপহৃত ছাত্রীর বড় ভাই বলেন, আমার বোন মাগারিবের নামাজ পড়ার জন্য অজু করতে বের হয়। এ সময় জুয়েল অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে আসে। আমার মা ও ফুফু তখন ওখানেই ছিল। তাদেরকে ধাক্কা দিয়ে আমার বোনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় জুয়েল। মা ও ফুফুর চিৎকারে স্থানীয়রা জড়ো হলেও বোনকে উদ্ধার করতে পারেনি। এ বিষয়ে শনিবার বেলা ১১টায় গজারিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে গজারিয়া থানার ওসি ইকবাল হোসেন বলেন, অপহরণকারী জুয়েল একটা খারাপ ছেলে। জুয়েলের ইতিপূর্বের রিপোর্ট ভালো নয়। তবে ওই ছাত্রীকে অপহরণ নাকি জুয়েলের সাথে চলে গেছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
সময়ের কলম
Leave a Reply