মুন্সীগঞ্জের সদর ও টঙ্গিবাড়ী থানার বিভিন্ন স্থানে সোমবার ভোরে ও রোববার গভীর রাতে পৃথক অভিযানে অর্ধশতাধিক ইয়াবা টেবলেট ও ৪০০ গ্রাম গাঁজাসহ চার জনকে আটক করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোজাম্মেল হকের নেতৃত্বে ডিবি পুলিশের তিনটি দল পৃথক অভিযান পরিচলনা করে।
সোমবার ভোর সাড়ে ৬ দিকে মুন্সীগঞ্জ সদর থানার দুর্গম চরাঞ্চল কালিরচর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে মাহমুদ ব্যাপারীর ছেলে মোহাম্মদ শাহিন বেপারি (২০) ও ভাষানচর দক্ষিনকান্দি গ্রামের কামাল ফকিরের ছেলে রাসেল ফকিরকে (২২) গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে রোববার টঙ্গিবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে মো. আনিস খাঁ (৩৮) নামে একজনকে গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে।
তিনি মুন্সীগঞ্জ সদরের ছোট মোল্লাকান্দি গ্রামের মৃত মান্নাফ খানের ছেলে।
এছাড়া, টঙ্গিবাড়ী থানার রান্ধুনীবাড়ী এলাকা থেকে রোববার রাত সাড়ে ৮টার দিকে ২০ পিস ইয়াবাসহ মো. জাহাঙ্গীর আলম (৩৭) নামে একজনকে আটক করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার ফেগুনাসা গ্রামের সামাদ শেখের ছেলে মো. জাহাঙ্গীর আলম।
আসামিদের বিরুদ্ধে সদর ও টঙ্গিবাড়ী থানায় মাদক মামলা হয়েছে।
যুগান্তর
Leave a Reply