পরকীয়ার জেরে গজারিয়ায় গৃহবধূ খুন

মুন্সীগঞ্জের গজারিয়ায় পরকীয়ার জেরে খুন হয়েছেন নাসরিন বেগম (২৯) নামে এক গৃহবধূ। সোমবার (২২ জুন) রাতে উপজেলার ইমামপুর ইউনিয়নে ষোলআনি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাসরিন বেগমের ননদের জামাই মো. আলমগীর (৪৫), ভাগিনা শাফায়াত উল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত গৃহবধূর শাশুড়ি জানান, সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তার পুত্রবধূ ঘর থেকে বাইরে যায়। প্রায় দেড় ঘণ্টা পরে জিসান ও তার পুত্রবধূ নাসরিন ঘরের ভেতর প্রবেশ করে দুজন হাতাহাতি করে। পরে শাশুড়ি এগিয়ে গেলে শাশুড়িকে জিসান কিল-ঘুষি মেরে চলে যায়। এ সময় তার পুত্রবধূর নাসরিনের শরীরে বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন দেখা যায়। পরে নাসরিনের অবস্থা অবনতি হলে পাশের বাড়ির লোকজনের সহয়তা গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর কর্তব্যরত চিকিৎস মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, জিসানের সাথে তার পুত্রবধূ নাসরিনের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তার ছেলে হেদায়েতুল ঢাকা একটি কম্পানিতে চাকরি করেন। পরকীয়া বিষয়টি ইতিপূর্বে জানতে জানতে পেরে গত চার দিন আগে গজারিয়া থানায় জিসানের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা গজারিয়া থানার এসআই জামাল জানায়, প্রাথমিকভাবে ধারণা শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে নাসরিনকে। লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পেলে বলা যাবে হত্যা না আত্মহত্যা।

কালের কন্ঠ

Leave a Reply