টঙ্গীবাড়ীতে কিস্তির টাকা কম দেওয়ায় গ্রাহক লাঞ্চিত

টঙ্গিবাড়ীতে গ্রামীণ ব্যাংকে কিস্তির টাকা কম দেয়ায় এক হতদরিদ্র ঋণ গ্রহিতাকে লাঞ্চিত করেছে ব্যাংক অফিসার। জানাগেছে মঙ্গলবার বিকালে টঙ্গিবাড়ী সদরের বিমল চন্দ্র পাল(৫০) এর বাড়িতে গ্রামীণ ব্যাংক টঙ্গিবাড়ী শাখার জুনিয়র অফিসার শামিমুর রহমান কিস্তির টাকা উত্তোলন করতে যায়।

এ সময় বিমল তার কিস্তির ৬১০০ টাকা না দিতে পেরে ২৬০০ টাকা দিতে চাইলে শামিমুর উত্তেজিত হয়ে উঠে। উত্তেজনা প্রশমিত করার জন্য বিমল কাকুতি মিনতি করে জানায় আমার নিকট আর কোন টাকা নাই। এক পর্যায় ওই কিস্তি উত্তোলনকারী পুলিশের ভয় দেখিয়ে বিমলের উপর আরো ক্ষেপে উঠে। বিমল মহামারি করোনা ভাইরাসের কারনে কাজ নাই জানালে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কিস্তি উত্তোলনকারী বিমলকে লাঞ্চিত করে এবং ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।

এ ব্যাপারে বিমল চন্দ্র পাল জানান, করোনার কারনে কাজ না থাকায় আমাদের ঘরে চাল ডাল নাই। প্রতিবেশীদের থেকে ধারদেনা করে ২৬০০টাকা জোগার করে কিস্তি দিতে চাইলে গ্রামীণ ব্যাংকের অফিসার আমাকে ভয় ভীতি দেখিয়ে লাঞ্চিত করেছে।

কিস্তুি উত্তোলনকারী শামিমুর জানায় সরকারের কোন বিধিনিষেধ না থাকায় কিস্তির টাকা উঠাতে গিয়েছি। বিমল টাকা কম দেয়ায় কথা কাটাকাটি হয়েছে।

দুর্জয় বাংলা

Leave a Reply