বাড়ির চারপাশে বেড়া দিয়ে পরিবারটিকে যাতায়তের পথ আটকে দেয়ার অভিযোগ
লৌহজংয়ের করারবাগ গ্রামে এক মুক্তিযোদ্বার বাড়িতে হামলা ও তার বাড়ির চারপাশে বেড়া দিয়ে চলাচলের পথ আটকে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ কারী বাদশা খান জানায়, শনিবার বিকেলে জমিজমা সংক্রান্ত মাপজোকের বিষয় নিয়ে পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের মো. দানেশুর রহমান, (৭০), মো. সাদেক শেখ (৪১), মো. জুয়েল শেখ (৩৯), মো. আওলাদ শেখ (৬০), মো. তোফাজ্জল শেখ (৫৫) ও মো. মোতালেব শেখ (৫০) সহ আরোও কয়েকজন মিলে আমাদের বাড়িতে প্রবেশ করে আমার ও আমার ভাতিজা মনির হোসেনের ওপর তারা চড়াও হয় এবং হামলা চালায়। এক পর্যায়ে তারা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ভাতিজা মনির হোসেনের ওপর অতকীর্ত ভাবে হামলা চালায় এবং তাকে পিটিয়ে আহত করে।
এ সময় তার হাতে থাকা চামড়ার ব্যাগ থেকে নগদ সাত লাখ টাকা ও একটি রাডো হাত ঘড়ি তার হাত থেকে ছিনিয়ে নেয়। এ অবস্থায় বাদশা খানের ডাকচিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে হামলা কারীরা চলেযায় এবং আহত মনির হোসেন কে লোকজনের সহযোগিতায় লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়।
তিনি আরোও জানান, বাদশা খান ও তার ভাই মুক্তিযোদ্বা হুমায়ুন কবীর কাজল এক বাড়িতে বসবাস করেন। ঘটনার সময় তার ভাই মুক্তিযোদ্বা হুমায়ুন কবীর কাজল তার পরিবার নিয়ে নারায়নগঞ্জের বন্দরে থাকায় এই সুযোগে তারা হামলাটি করে। হামলার পর থেকে পরিবারটির চলাচলের পথ বেড়া দিয়ে আটকিয়ে দেয়া হয়। এ হামলার বিষয়ে রোববার বাদশা খান বাদী হয়ে লৌহজং থানায় একটি অভিযোগ দায়ের করেন।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমঙ্গীর হোসাইন অভিযোগ দায়েরের বিষয়টির সত্যতা স্বীকার করেন। এই হামলার বিষয়ে অভিযুক্ত দানেশুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
তবে একই এলাকার বীর মুক্তিযোদ্বা ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. সিরাজুল ইসলাম মৃধার সাথে কথা হলে তিনি জানান, সামান্য জায়গা জমি নিয়ে ঘটনা, তবে বিষয়টি নিয়ে আমরা এলাকাবাসি বসে খুব দ্রুত সমাধান করার ব্যবস্থা করছি।
গ্রাম নগর বার্তা
Leave a Reply