চাকরির পাশাপাশি কর্মস্থলে ইয়াবা ব্যবসা করতেন তারা

চাকরির পাশাপাশি কর্মস্থলে ইয়াবা ব্যবসা করে যাচ্ছিলেন মোহাম্মদ শামীম হোসেন ও মো. আনোয়ার হোসেন রাহাত নামে দুই যুবক। আর ইয়াবা বিক্রির কেন্দ্রস্থল বানিয়েছিলেন টঙ্গিবাড়ী উপজেলার ধামারণ গ্রামের রহিমগঞ্জ বাজারস্থ একতা কোল্ড স্টোরেজটিকে। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মুন্সীগঞ্জ ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে একতা কোল্ড স্টোরেজের সামনে থেকে ২০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করেছে।

গ্রেফতার মুন্সীগঞ্জ পৌরসভার খাসকান্দি রমজানবেগ এলাকার মৃত সাহাবুদ্দিন মিজির ছেলে মোহাম্মদ শামীম হোসেন একতা কোল্ড স্টোরেজে সুপারভাইজার ও শহরের উপকণ্ঠ নয়াগাঁও এলাকার মৃত হামিদুল্লাহ মাদবরের ছেলে মো. আনোয়ার হোসেন রাহত একই প্রতিষ্ঠানে ফোরম্যান পদে কর্মরত ছিলেন।

মুন্সীগঞ্জ ডিবি পুলিশের ওসি মো. মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় টঙ্গিবাড়ী উপজেলার ধামারণ গ্রামের রহিমগঞ্জ বাজারস্থ একতা কোল্ড স্টোরেজের দুই কর্মচারি চাকরির পাশাপাশি ইয়াবা ব্যবসা করে আসছে। পরে ওই কোল্ড স্টোরেজে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় কোল্ড স্টোরেজের সামনে থেকে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে টঙ্গিবাড়ী থানায় মামলা হয়েছে। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার আদালতের মাধ্যমে মুন্সীগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

সমকাল

Leave a Reply