মুজিববর্ষ উপলক্ষে গজারিয়া উপজেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ

সাইদ হাসান আফরানঃ- রবিবার (১২ জুলাই ) সকাল ১০ টায় উপজেলার হোসেন্দী ইউনিয়ন ও উপজেলা ছাত্রলীগ নেতাদের কর্মীদের সাথে নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলাইমান সরকার, ‘মুজিবর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান’ এ শ্লোগানকে সামনে রেখে, মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের ৩ মাসব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি অংশ হিসেবে গজারিয়া উপজেলা ছাত্রলীগের এর উদ্যগে হোসেন্দী ইউনিয়ন এর ইসমানিরচরে।

ইসমানির চর উচ্চ বিদ্যালয় ও ইসমানির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামাজিক নিরাপত্তা বজায় রেখে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলমান মাসে আষাঢ়ের শুরু থেকেই ছাত্রলীগ উদ্যোগে বিভিন্ন স্পটে ‘তিনটি করে গাছ লাগান’ কার্যক্রম চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গজারিয়া উপজেলা ছাএলীগের নেতা কর্মীরা এ বৃক্ষরোপণ কর্মসূচি পলন করে।

এ সময় উপস্থিত ছিলেন গাজারিয়া উপজেলা ছাএলীগের সভাপতি মোঃ সোলাইমান সরকার, গাজারিয়া উপজেলা ছাএলীগের সাবেক সভাপতি কামরুজ্জাম সাগর, ছাএলীগ নেতা মোঃ সংগ্রাম মোল্লা, হোসেন্দী ইউনিয়ান ছাএলীগের সভাপতি মোঃ সোহেল, মিরাজ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply