করলেন ইমামপুর ইউ’পি চেয়ারম্যানের সহধর্মিনী ফারহানা আক্তার এ্যানি
সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জের গজারিয়ায় হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে সচেতন মহল মনে করেন, টেষ্টের অভাবে অনেক করোনা রোগী সণাক্ত সম্ভব হচ্ছেনা।
তবে এবার খুশির সংবাদ ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ খান জিন্নাহর সহধর্মিনী ফারহানা আক্তার এ্যানির নিজস্ব অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ এর স্যাম্পল সংগ্রহ দুটি বুথ প্রদান করলেন।
সোমবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ দুটি বুথ স্থাপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাসলিমা আনাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল আলম শুভ, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ ফরাজি, বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার বিপ্লব, ভবেরচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বিল্লাল হোসেন প্রমূখ।
এদিকে করোনা স্যাম্পল সংগ্রহ বুথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপন করায় ফরহানা আক্তার এ্যানি’কে ধন্যবাদ জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তাসলিমা আনাম। তিনি জানান এখন থেকে নমুনা সংগ্রহকারীরা আরো নিরাপদে নমুনা সংগ্রহ করতে পারবেন।
উল্লেখ্য এর আগে কয়েক দফা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজস্ব তহবিল থেকে মাস্ক, হ্যান্ড গ্লাভস সহ বিভিন্ন প্রতিরক্ষামূলক সরঞ্জাম প্রদান করেছিলেন ফারহানা আক্তার এ্যানি।
জুয়েল দেওয়ানের ফেবু থেকে
Leave a Reply