মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

মুন্সীগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এসএম সাকিবসহ ১০/১২ জনের বিরুদ্ধে লৌহজং থানায় চাঁদাবাজি ও মারধরের লিখিত অভিযোগ হয়েছে। বুধবার দুপুরে লৌহজং উপজেলার বেজগাঁও (মালির অংক) গ্রামের নুরু বেপারীর পুত্র ব্যবসায়ী মো. বাবু বেপারী (২০) এ অভিযোগ দাখিল করেন।

বাবুর লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত মঙ্গলবার ১৪ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে বেজগাঁয়ের বাবুর খাবারের দোকানে (রেস্টুরেন্ট) জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক এসএম সাকিবসহ ১০/১২জন এসে তাঁর কাছে মাদকদ্রব্য আছে বলে অভিযোগ করেন। তাকে ধরে সুন্দিসার গ্রামের মাসুদের বাড়িয়ে নিয়ে যায়। সেখানে তাকে তল্লাশি করে কোন কিছু না পেয়ে তাকে মারধর ও নির্যাতন করা হয়। তাকে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। তখন বাবু তাঁর চাচাত ভাই রাহাতকে ফোন করে দোকানে থাকা মালামাল ক্রয়ের দেড় লাখ টাকা দিতে বলে। পরে সহকারী পরিচালক এসএম সাকিবসহ ১০/১২ জন গিয়ে টাকা নিয়ে বাবুকে ছেড়ে দেয়। এসময় তারা বলেন, যা এবার ছেড়ে দিলাম। আবার আসলে খবর আছে।

এ ব্যাপরে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এসএম সাকিবের কাছে জানতে চাইলে, তিনি টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, বাবু সরকারি কাজে বাধা দিয়েছিল, তাই তাকে ধরেছিলাম। বাধা দিলে তাকে গ্রেপ্তার না করে মারধর করলেন কেন? তাছাড়া তাঁর বিরুদ্ধে মামলা করলেন না কেন? এমন প্রশ্নের কোন সদোত্তর দিতে পারেননি তিনি।

এ ব্যাপরে লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এসএম সাকিবের বিরুদ্ধে মারধর ও চাঁদাবাজির অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তাঁর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিরিহ লোকজনকে হয়রানি করে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠে আসছিল। এ নিয়ে গত ২৪ জুন কালের কন্ঠে ‘মাদক তল্লাশির নামে ছিনতাই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

কালের কন্ঠ

Leave a Reply