করোনা হটস্পট মুন্সীগঞ্জে আক্রান্ত বেড়েই চলেছে

মুন্সীগঞ্জে কোভিড সংক্রমণ বেড়েই চলেছে। অথচ করোনায় অন্যতম হটস্পট জেলা বলে পরিচিত চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুরে সংক্রমণ কমছে আর সুস্থতার হার বাড়ছে। ছোট্ট এই জেলায় করোনা শনাক্ত আড়াই হাজার ছড়িয়েছে। নারায়ণগঞ্জ ও ঢাকার পাশের জেলা হওয়া এবং স্বাস্থ্যবিধি না মানার কারণেই কমছে না করোনা সংক্রমণ, মনে করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

মুন্সীগঞ্জ এখনও করোনার হটস্পট জেলা। প্রতিদিনই করোনা শনাক্ত হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে করোনা পরীক্ষা বন্ধ করে দেয়া, পরীক্ষায় টাকা নির্ধারণ এবং চিকিৎসকের পরামর্শপত্র ছাড়া পরীক্ষা না করার কারণে এখানে নমুনা পরীক্ষা কমেছে। তারপরও করোনা রোগী আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। এজন্য সাধারণ মানুষ স্বাস্থ্য বিভাগের গাছাড়া ভাবকেই দায়ী করছেন।

সাধারণ জনগণ জানান, এখানে করোনার হটস্পট। কিন্তু সাধারণ মানুষের মধ্যে সচেতনতা নেই। প্রশাসনের পক্ষ থেকেও সেরকম কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।

রাজধানী ও নারায়ণগঞ্জে প্রতিদিন যাতায়াত, পরিস্থিতির উন্নতি না হওয়ার পেছনে অন্যতম কারণ।

মুন্সীগঞ্জের বিএমএ’র সাংগঠনিক সম্পাদক ডা. জোবায়ের ইসলাম বলেন, সাধারণ মানুষ সামাজিক দূরত্ব মানছে না। বাজারে মানুষের প্রচুর ভিড় দেখা যায়, এদের অনেকেই মাস্ক পরে না।

স্বাস্থ্য বিভাগ বলছে, স্বাস্থ্যবিধি না মানার কারণেই করোনায় আক্রান্তের সংখ্যা কমছে না।

মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বলেন, বিনা কারণে যদি অন্য জেলার সঙ্গে যাতায়াত না করে, এবং সামাজিক দূরত্ব মেনে চলে তাহলে সংক্রমণ কমে আসবে।

মুন্সীগঞ্জে ২ হাজার ৫৬৭ জনের করোনায় আক্রান্ত এর মধ্যে মারা গেছেন ৫৮ জন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৩২২ জন।

সময় টিভি নিউজ

Leave a Reply